আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
জেলার হিজলা উপজেলার মেঘনা নদীর বিভিন্ন শাখা এলাকায় অভিযান চালিয়ে তিন লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা।
রবিবার সকালে হিজলা উপজেলার কোষ্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার মোঃ আলমগীর হোসেন জানান, শনিবার দিনব্যাপী উপজেলার বাউশিয়া, দূর্গাপুর, মৌলভীরহাট, হরিনাথপুর, গঙ্গাপুর নাছকাঠী এলাকাসহ মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
ওইদিন রাতেই উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জালে অগ্নি সংযোগ করে পুড়িয়ে দেয়া হয়।