তোমরা জাগলে জাগে মাঠ,
সোনালী ফসল হাসে-
তোমরা জাগলে জাগে ঘাট,
খেয়া তরী ভাসে।
তোমারা জাগলে জাগে পথ,
পথিক পথ চলে-
তোমরা জাগলে জাগে কানন,
তরু লতা ফলে।
তোমরা জাগলে জাগে কারখানা,
ঘোরে কলের চাকা-
তোমরা জাগলে জাগে আকাশ,
মেলে রঙিন পাখা।
তোমরা জাগলে জাগে জননী,
রুপে রাণীর বেশ –
তোমরা জাগলে জাগে স্বাধীনতা,
সোনার বাংলাদেশ।
নীতি হীন শিক্ষায় নীচু করে দেখি,
তোমাদের কষ্ট -ক্লেশ-
মনে রেখ রুপসী ভূমি,
মেহনতীর বাংলাদেশ।।।