বাংলার রূপ পালটে যায় হেমন্ত যখন আসে,
সাদা সাদা মেঘগুলো সব আকাশ জুড়ে ভাসে।
কাশফুলেরা দোল খেয়ে যায় নদীর চারিধার,
বাংলার রূপ তাই বেড়ে যায় হয় যে একাকার।
শিউলি টগর সুবাস ছড়ায় মিষ্টি মধুর ঘ্রান,
রাখাল ছেলের বাশির সুরে জুড়ায় সবার প্রান।
এই হেমন্তে oঢাক ঢোলকের বাজনা তখন বাজে,
সনাতনী মানুষ গুলো নতুন করে সাজে।
এই হেমন্তে নতুন ফসল আনন্দে সব হাসে,
আটি আটি ধানের বোঝার গন্ধ তাই ভাসে।
শিশুরাগুলো ব্যস্ত খেলায় আকাশের পানে চেয়ে,
মন উড়ে যায় তেপান্তরে কোকিলের ডাক পেয়ে।
হেমন্ত তাই ঋতুর রাজা কাব্যে রসে ভরা,
হয় রচনা ছড়াকারের ছন্দে ছন্দে ছড়া।
এই হেমন্তে রঙিন চোখে কত স্বপ্ন দেখা,
হয় নাতো শেষ হেমন্তের এই মনের মত লেখা।