যেখানে ছিল ঘন বন জঙ্গল
আজ সেখানে কৃষকের ফসল
যেখানে ফলাত কৃষকেরা ফসল
আজ সেখানে ঘর-বাড়ি শিল্প-কলকারখানার দখল
সে সময়ের বৃষ্টিতে কৃষকেরা ফলাত ফসল
অসময়ে বৃষ্টি হয়ে ক্ষেত বন্যার কবল
যেই নদীতে জেলেরা ধরত মাছ ছেলেরা করত খেলা
সেই নদীতে আজ বর্জ্য আর প্লাস্টিকের মেলা
যেই বায়ুতে শীতল হয় মোদের প্রাণ
সেই বায়ুতে বেড়েই চলছে কার্বনের পরিমাণ
যে আকাশে পাখিরা উড়ত করত খেলা
সেই আকাশে উড়ে এখন কালো ধোয়া
বনের পরে বন গাছ কেটে সব করছে উজাড়
বদলে যাচ্ছে প্রকৃতি দায় কার?
দায় মানুষের কর্মকান্ডে বিচিত্র কর্মভার।