পাবনার ভাঙ্গুড়ায় জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে মো. লোমাকান হোসেন (হাতি মার্কা) ও মো. আসলাম আলী (তালা মার্কা) সমান সংখ্যক ভোট পেয়ে ফলাফল ড্র হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) উপজেলার অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টার ভোট কেন্দ্রে ইভিএম এ ভোট গ্রহণ শেষে প্রিজাইডিং অফিসার মো. সানোয়ার হোসেন এই ফলাফল ঘোষণা করেন।
জানা গেছে, জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন তারা হলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. লোকমান হোসেন, সহসভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য মো. আসলাম আলী ও সাবেক যুবলীগ নেতা মো. রেজাউল করিম রাজা। সোমবার দিন ব্যাপি শান্তিপূর্ণভাবে ইভিএম এ ভোট গ্রহণ শেষ হয়। এই কেন্দ্রে ৬টি ইউনিয়ন,১টি পৌরসভা ও উপজেলা পরিষদের নির্বাচিত ৯৪ জন প্রতিনিধি ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহণ শেষে প্রিজাইডিং অফিসার মো. সানোয়ার হোসেন ঘোষিত ফলাফলে মো. আসলাম আলী তালা মার্কা প্রতীক নিয়ে ৩৭ ভোট ও মো. লোমাকান হোসেন হাতি মার্কা প্রতীক নিয়ে পান ৩৭ ভোট পেয়ে ফলাফল ড্র হয়। উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও সাবেক উপজেলা যুবলীগ সভাপতি মো. রেজাউল করিম টিবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ২০ ভোট।
অপরদিকে সংরক্ষিত মহিলা সদস্য পদে মোছাঃ আফিয়া সুলতানা আঁখি হরিণ প্রথীক নিয়ে পেয়েছেন ৪১ ভোট,সাবেক সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ গুলশাহানারা পারভীন টেবিলঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ৩২ ভোট, মোছাঃ ছাবিনা ইয়াসমিন মাইক প্রতীক নিয়ে পেয়েছেন১৮ ভোট ও মোছাঃ ফরিদা ইয়াসমিন ফুটবল মার্কা প্রতীক নিয়ে পেয়েছেন ২ ভোট।
নির্বাচনে আইন শৃংঙ্খলা সেলের নির্বাহী প্রধান ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খাঁন বলেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণ শেষে ফলাফলে সাধারণ সদস্য পদে দুই জন প্রার্থী সমান সংখ্যক ভোট পেয়েছেন।