মন পবনের চঞ্চল নাওখানি
আজ ভাসিয়ে দিলাম
দুর অজানায়।
বন্দী মনের আগল খুলে
আজ সুখপাখিটা
যায় ছুটে যায়।
এ পথের সীমান্তে দাঁড়িয়ে
ভালোবাসার এক ছোট্ট ঘর
ওই দুরে যায় দেখা যায়।
আবেগী মনটা আমার
বিবেকের দুয়ারে তুলে খিল
কেবলই সেদিক পানে ধায়।
আজ ভিড়েছে সে নাও
আমার ভালোবাসার ছোট্ট সে
সাজানো আঙিনা কূলে
প্রেমিক মাঝি আমার একদিন
ঠিক আসবে বলে
এতকাল ছিলাম প্রতীক্ষায়।
বহুদিন ভাটায় শুকনো
আঙিনা পরে আমার
উদ্দাম জোয়ার আছড়ায়।