এই বরষায় নব হরষায়
উছলি উঠিছে হিয়া—!
চঞ্চল মন না জানি কখন
কোন নদীতীরে ধায়–!
নূতন মুকুলে স্বপ্নদানা
তরী–তীরে তীরে ছায়–!
নব আনন্দে নূতন ছন্দে
আশার আলো টি মেখে—
নূতন স্বপনে জাগিয়েছে আঁখি–
রোদেলা উষ্ণতা আঙিনায় মাখি–!
আজি বরষায় মাটির ও গন্ধে
মেঘলা দিনে র উদাসী রন্ধ্রে—
উথালপাথালি নৃত্যের ও তালে তালে—
বরষা মেতেছে আজি–
মধুর ও আনন্দ কলতানে—!!!