আমি জেগেছিলাম
১৯৫৭’র ২৩ শে জুন,
মীর জাফরদের রুখতে
বুকে, জ্বালিয়ে আগুন।
আমি জেগেছিলাম ১৮৫৭ এর
সিপাহী বিদ্রোহে
আলোকিত করেছিলাম সুপ্ত হৃদয়
মুক্তির বিগ্রহে।
আমি জেগেছিলাম ১৯৫২ এর
২১ শে ফেব্রুয়ারি
ছালাম-রফিক-শফিকের বুকে
হয়ে আগ্নেয়গিরি।
আমি জেগেছিলাম আরোহী হয়ে
মুজিব হিমালয়,
বিকশিত হয়েছিলাম
৬৬’র মহান ৬- দফায়।
তরঙ্গ হয়ে পদ্মা-মেঘনার
পেরিয়ে বিষাদ সিন্ধু
গড়েছিলাম অপ্রতিরোধ্য
মহান বঙ্গবন্ধু।
আমি জেগেছিলাম বান হয়ে
বাংলা বীরের বুকে
বেজেছিলাম জয় বাংলায়
সাত কোটি মুখে।
আমি জেগেছিলাম ৭১’র
মুক্তিযুদ্ধ হয়ে
এনেছিলাম স্বাধীনতা
রক্ত নদী বয়ে।
আমি জেগে আছি লাল-সবুজের
স্বাধীন পতাকায়
অতন্দ্র প্রহরী আমি
দেশমাতা রক্ষায়।
আমি জেগে আছি ন্যায়ের পক্ষে
চির বহমান
দেশের তরে কাজ করতে
জানাই আহ্বান।।