আসুন জেনে দেখি সত্যিকার
এ দেশটি কার,
আমার না আপনার
নাকি কারো বাপ-দাদার?
যারা হাজার হাজার কোটি টাকা লুটে
তারা বিলাসবহুল বাড়ি,গাড়ি,
মদ, জুয়া, নারী করে ব্যবহার,
অন্যদিকে নাই গরীবের চিকিৎসা, খাবার।
চরিত্রহীন, লুটেরার ভয়ঙ্কর থাবায়
বিপর্যস্ত হয় যদি এই দেশ,
হা করে চেয়ে চেয়ে দেখব
আর প্রশংসা করব বেজায় বেশ!
অধিকারবঞ্চিত আমি, শিক্ষিত অথবা মূর্খ
হিজড়া অথবা নারী-পুরুষ,
আমাকে তো জানতেই হবে
সত্যিকারের কার এই দেশ!
গরীবের পেটে লাথি মেরে তুমি
করছ অনেক বাহাদুরী,
রাজার হালে জীবন কাটাবে
রাজ ভান্ডার করে চুরি?!
এবার কিন্তু সহ্যের সীমা
ছাড়িয়ে গেছে বেশ,
চোর, বদমাইশ, লুটেরা তোরা
পারবিনা ছেড়ে যেতে এ দেশ।
আমার মায়ের সোনার বাংলায়
জুলুম আর লুটতরাজ করে যত,
বাঁচতে চাইলে গরীবের ভান্ডে
সব জমা দিয়ে করতে হবে মাথা নত।”