দূর বিদেশে মালয়েশিয়াতে
স্বজন থাকে যেথা,
সমাচার জানতে প্রশ্ন করলাম
পাওয়া যায় কাঁঠাল সেথা ?
অবগত হলাম জুটে তবে
সুলভে পাওয়া ভার,
মনের তৃপ্তি জুড়ায় নাকো
দেখে ফলের আকার।
তিন রিংগিতে পাঁচ কোষ
ষাট টাকা তার দাম,
জ্ঞাতসারে অবাক আমি
জপিলাম প্রভুর নাম।
কি অরূপ রূপসী স্বদেশ
দিয়েছেন মোদের প্রভু,
সে খবর কি তালাশ করি’
শুকরিয়া জানাই কভু ?
ফুল ও ফলে, শষ্যে ভরা
প্রিয় বাংলাদেশ,
অসীম কৃপা ঢেলেছেন মহান
সবখানে তার লেশ।