সিরাজগঞ্জের তাড়াশে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৩টায় তাড়াশ থানা হল রুমে তাড়াশ থানা পুলিশের আয়োজনে এ সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। তাড়াশ থানার অফিসার ইনর্চাজ ওসি শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সার্কেল এসপি মাহফুজ হোসেন । বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রজত ঘোষ, তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল শেখ, দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞানেন্দ্রনাথ বসাক, মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান মেগনেট, ফাজিল মাদ্রাসার সুপার আনিছুর রহমান, পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ ঘোষ, তাড়াশ কেন্দ্রীয় মসজিদের ইমাম আনিসুর রহমান ইসলামিক ফাউণ্ডেশনের এম এ মাজিদ সহ সকল সম্প্রদায়ের বিভিন্ন শ্রেনী পেশার নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথি সার্কেল এসপি মাহফুজ হোসেন তাঁর বক্তব্যে উল্লেখ করেন, সকল ধর্মের লোকেরা সামাজিক সম্প্রীতি বজায় রেখে মিলেমিশে এক জায়গায় বসবাস করবে। সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ পুলিশ সর্বদা আপনাদের পাশে রয়েছে।