সিরাজগঞ্জের তাড়াশে যুবলীগের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৭সেপ্টম্বর) বিকাল ৪টায় উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়ন যুবলীগের আয়োজনে হামকুড়িয়া বিশ্ব রোড চৌরাস্তা চত্বরে ওই যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। মাগুড়াবিনোদ ইউনিয়ন যুবলীগের সভাপতি জিয়াউর রহমান সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক উজ্জল হোসেন এর সঞ্চালনায় যুব সমাবেশে প্রধান অতিথি ছিলেন, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ। উক্ত যুব সমাবেশে আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুস সামাদ , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, মাগুড়াবিনোদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক আতিকুল ইসলাম বুলবুল ও সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান ও সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক হোসেন আলী রুবেল প্রমুখ।