বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন

ই-পেপার

সুজানগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রী অনসন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ১২:২২ অপরাহ্ণ

পাবনার জেলার সুজানগর উপজেলার ভাঁয়না ইউনিয়নের হেমরাজপুর গ্রামে বিয়ের দাবিতে প্রেমিক রাকিব হোসেনের বাড়িতে অবস্থান করছেন এক কলেজ পড়ুয়া ছাত্রী। প্রেমিক রাকিব হোসেন ওই গ্রামের কামাল প্রামানিকের ছেলে বলে জানা যায়।
এদিকে প্রেমিকা রিমা খাতুন পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের কোলাদী গ্রামের আনছার হোসেনের মেয়ে এবং স্থানীয় দুবলিয়া হাজী জসিম উদ্দিন ডিগ্রি অনার্স কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।
প্রেমিকা রিমা খাতুন খাতুন জানান, গত এক বছর ধরে রাকিবের সাথে তার গভীর প্রেমের সম্পর্ক তৈরি হয়। রাকিব বিয়ের কথা বলে দৈহিক সম্পর্ক গড়ে তোলে এবং বিভিন্ন সময়ে অন্তরঙ্গ ছবিও তোলে। পরবর্তীতে রাকিবকে বিয়ের কথা বললে রাকিব নানান তালবাহানা শুরু করে।
অবশেষে বাধ্য হয়ে সে সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে রাকিবের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করে। বিয়ে না করা পর্যন্ত এ বাড়ি থেকে ফিরবেন না বলে জানিয়ে দেন রিমা। বিয়ে না করলে আত্মহত্যারও হুমকি দেয় সে।
এদিকে এ খবর জানতে পেয়ে প্রেমিক রাকিব মুঠোফোন বন্ধ করে গা ঢাকা দেওয়ায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে পাবনা সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) রবিউল ইসলাম জানান, বিষয়টি জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর