সুজানগর থানার বিট পুলিশিং কার্যালয় পরিদর্শন করেন, পাবনার নবাগত পুলিশ সুপার আকবর আলী মুন্সী। রোববার রাতে পাবনার সুজানগর থানার পৌরসভাধীন ১ নং ওয়ার্ডের ভবানীপুর ব্র্যাক অফিস সংলগ্ন বিট পুলিশিং কার্যালয় পরিদর্শন করেন, পাবনার নবাগত পুলিশ সুপার আকবর আলী মুন্সী। এ সময় উপস্থিত ছিলেন, পাবনার সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) রবিউল ইসলাম, থানার অফিসার ইনচার্জ আব্দুল হাননান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাষ্টার, ইন্সপেক্টর (তদন্ত) রাজেশ কুমার চক্রবর্তী, মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জাহিদুল হাসান রোজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মনিরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী মেহেদী মাসুদ, শি¶ক আলাউদ্দিন সহ পুলিশ সদস্য ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। পুলিশ সুপার আকবর আলী মুন্সী বিট পুলিশিং কার্যালয় পরিদর্শন কালে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, বিট পুলিশিং কার্যক্রম আরো গতিশীল করতে এই এলাকার মানুষের সহযোগিতা প্রয়োজন, আপনাদের সুবিধার্থে বিট পুলিশিং সেবা চালু করা হয়েছে। আপনাদের এলাকার আইনশৃক্সখলার যে কোন সমস্যার সমাধানে পুলিশ কে তথ্য দিন, সমস্যা সমাধানে বিট পুলিশিং কার্যালয়ে সেবা দিবে পুলিশ সদস্যরা।এই জন্য তিনি সবাইকে এগিয়ে আসার আহবান জানান।