শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৮:৪১ অপরাহ্ন

ই-পেপার

বেনাপোলে পাওনা টাকা চাইতে গিয়ে মারপিটের শিকার রাজন

মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৯ অপরাহ্ণ

বেনাপোলের পাওনা টাকা চাইতে গিয়ে মারপিটের শিকার হয়েছে নাজমুল হক রাজন (২৮) নামে এক যুবক। সম্প্রতি নাজমুল তার পাওনা ৮৩ হাজার টাকা চায় মামুন মৃধার নিকট বেনাপোল গাজিপুর গ্রামের গোলদার মসজিদের সামনে। এসময় মামুন ও তার সহযোগিরা পরিকল্পিত ভাবে ষড়যন্ত্র করে লাঠি সোঠা দিয়ে আক্রমন করে ওই যুবক এর উপর। এসময় রাজন এর ছোট ভাই শাওন ও চাতাতো ভাই ইমন তাকে উদ্ধার করতে আসলে দুবৃত্তরা তাদেরও মারপিট করে। রাজন স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা নেয়।

নাজমুল হোসেন রাজন জানায় সে মামুন একজন আমদানি ও রফতানি কারক। তার প্রতিষ্ঠান মেসার্স মৃধা এন্টারপ্রাইজ। ওই প্রতিষ্ঠানে আমি প্রায় সাড়ে তিন বছর যাবৎ ম্যানেজার হিসাবে চাকুরী করি। এসময় আমার নিকট থেকে মামুন নগদ হাওলাদ বাবদ ৩২ হাজার টাকা এবং তার কাছে প্রায় ১ বছর ৭মাস এর বেতন বাবদ বাকি থাকে ৫১ হাজার টাকা। অর্থাৎ উক্ত প্রতিষ্ঠানের মালিক মামুন এর নিকট তার পাওনা টাকা চাইলে সে বিভিন্ন টালবাহানা করে। গত ৩ সেপ্টেম্বর মামুন মামুন, তরিকুল ইসলাম রিকন ওরফে বাবু, তিথি, তন্দ্রা ও শাহজাহান মল্লিক তাদের উপর অতির্কত ভাবে হামলা চালায়। এসময় আমাকে উদ্ধার করতে শাওন ও ইমন এগিয়ে আসলে তাদেরও মারধর করে ওই দুবৃত্ত চক্র। এছাড়া আমি যদি পুনরায় টাকা চাই তাহলে আমাকে মেরে ফেলার হুমকি প্রদান সহ অকথ্য ভাষায় গালাগালি করে।

অবশেষে আমি বাধ্য হয়ে এবং জীবন রক্ষার্থে বাধ্য হয়ে বেনাপোল পোর্ট থানায় ৪ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করি। অভিযোগ দায়ের করার পরও বিভিন্ন মাধ্যেম দিয়ে আমাকে অভিযোগ তুলে নেওয়ার জন্য হুমকি প্রদান করে যাচ্ছে।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুইয়া বলেন, এ সংক্রান্ত বিষয়ে উভয় পক্ষ থেকে দুটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর