যশোরের অভয়নগরের নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ড স্টেশন বাজার সংলগ্ন ফেরিঘাট এলাকায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় মোঃ রাসেদুল ইসলাম(২৮) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে মারাত্মক আহত করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ২ সেপ্টেম্বর শুক্রবার আনুঃ বিকাল ৪ টার সময় ফেরিঘাট এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী নওয়াপাড়া স্টেশন এলাকার মোঃ আফজাল হোসেনের ছেলে ইনামুল ওরফে কালামালিক (২৭), মাদক বিক্রি করছিলো, ঐ সময় নওয়াপাড়া বউবাজার কলোনী এলাকার মৃত- নিয়ামত আলীর ছেলে রাসেদুল ইসলাম ওরফে রাসেদ মাদক বিক্রিতে বাঁধা দিলে দু’জনের মধ্যে বাকবিতন্ডা হলে ঐ মাদক বিক্রেতা রাসেদকে ছুরিকাঘাত করে। আহত রাসেদকে স্থানীয়রা উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থা খারাপ হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
এবিষয়ে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ একেএম শামীম হাসান বলেন, ঘটনা আমার জানা নেই, কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।