শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১১:২৫ অপরাহ্ন

ই-পেপার

অভয়নগরে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে মুরগী ব্যবসায়ী আহত, আটক১

মোঃ কামাল হোসেন,অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২, ১০:০৬ অপরাহ্ণ

যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়ায় পোল্ট্রি ব্যবসায়ী বনমালীকে ছুরিকাঘাতে মারাত্মকভাবে আহত করার খবর পাওয়া গেছে এবং এই ঘটনায় মাদক ব্যবসায়ী মাদকসেবী সন্ত্রাসী সুমন নামে একজনকে ভাটপাড়া তদন্তকেন্দ্রের পুলিশ আটক করেছে।স্থানীয় সুত্রে জানা যায়,ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের মৃত পঞ্চানন শীলের ছেলে বিদেশ ফেরত  বনমালী (৩৮) পোল্ট্রি মুরগীর চাষ করতেন।কয়েকদিন আগে তাঁর পোল্ট্রি মুরগীর খামার থেকে পানির মটর, সাইকেলসহ বেশকিছু জিনিস চুরি হলে এলাকাবাসীর মাঝে বাঘুটিয়া স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন বাড়ি মৃত আলতাফের ছেলে সুমন(৩৭) একাজ করেছে বলে গুন্জন ওঠে।একথা সুমনের কানে গেলে সুমন গত ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে বনমালীর কাছে এবিষয়ে জানতে চাইলে দুইজনের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে সুমন বনমালীকে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।সাথে সাথে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় পাঁচুড়িয়া নামক গ্রাম থেকে তাকে আটক করে। ইতিমধ্যে সুমন এলাকায় চোর, মাদকব্যবসায়ী, মাদকসেবী, অস্ত্রধারী, সন্ত্রাসী হিসাবে পরিচিতি লাভ করেছে এবং বেশ কয়েকজনকে চাঁদা দাবীসহ হুমকি প্রদান করেছে বলে গ্রামবাসী জানান।এদিকে বনমালীকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা বেগতিক দেখে তাকে খুলনা মেডিকেল কলেজ  হাসপাতালে রিফার্ড করা হয়।তার অবস্থা আশংকাজনক বলে স্বজনরা জানান।এসম্পর্কে বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ তৈয়েবুর রহমান বলেন,সুমন একজন চিহ্নিত সন্ত্রাসী,চাঁদবাজ,মাদক ব্যবসায়ী ও মাদকসেবী।বিভিন্ন সময়ে বিভিন্নজনকে হুমকি ধামকি প্রদান করে। তুচ্ছ ঘটনায় সে বনমালীকে ছুরিকাঘাত করেছে।প্রশাসনকে খবর দিয়ে আমি উপস্থিত থেকে লোকজনের সহযোগিতা নিয়ে তাকে ধরে পুলিশে সোপর্দ  করা হয়েছে।আমি তার সর্বোচ্চ শাস্তি দাবী করছি। অভয়নগর থানার অফিসার ইনচার্জ কে এম শামীম হাসান বলেন,বাঘুটিয়া গ্রামের পোল্ট্রি মুরগীর ব্যবসায়ী বনমালীকে ছুরিকাঘাত করা হয়েছে। সুমন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।এরিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রক্রিয়া চলছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর