শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১১:২৫ অপরাহ্ন

ই-পেপার

গোপালপুরে নববধূকে দেখতে যেয়ে কথা কাটাকাটির জেরে সংঘর্ষ; চিকিৎসাধীন ১জনের মৃত্যু

মোঃ নুর আলম,গোপালপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২, ৯:৫৯ অপরাহ্ণ

টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরের মধুপুর ভট্ট এলাকায় নববধূকে দেখতে যেয়ে কথাকাটাকাটির জেরে সংঘর্ষে আহত আব্বাস আলী (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
নিহত আব্বাস আলী মধুপুর ভট্ট মহল্লার বৃদ্ধ হোসেন আলীর মেঝ ছেলে, তিনি দুই কন্যা সন্তানের জনক, অত্র মহল্লার মসজিদ কমিটির কোষাধ্যক্ষর দায়িত্বে ছিলেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় এক নারী জানান, মনির তার দলবল নিয়ে আকাব্বর ও আব্বাসে উপর হামলা চালিয়ে লাঠি দিয়ে আঘাত করে, শেষে আব্বাসের কোমরে লাঠি‌ দিয়ে আঘাত করলে নিস্তেজ হয়ে পরে, তখন মনির দলবল নিয়ে সটকে পড়ে।
নিহতের ছোট ভাই মোঃ আকাব্বর প্রতিবেদককে অভিযোগ করেন, গত শুক্রবার তার চাচাতো ভাইয়ের নববধূকে দেখতে আসেন একই মহল্লার জামাল হোসেনের ছেলে মনির হোসেন, নববধূ গোসলে থাকায় মনিরকে পরে আসতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে গালিগালাজ শুরু করে, এতে তিনি প্রতিবাদ জানালে দেখে নেওয়ার হুমকি দেন। বিকালে তার নিজ দোকানে যাওয়ার পথে পথিমধ্যে মনির তার দলবল নিয়ে আকাব্বরের উপর হামলা চালায় ও মারধর করে,এতে আকাব্বরের মেজো ভাই আব্বাস বাঁধা দিলে তাকেও মারধর করা হয়। এতে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে বুধবার দিবাগত রাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে তার মেজোভাই আব্বাস আলী ।
গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশারফ হোসেন জানান, মারামারির ঘটনায় ৬জনের নাম উল্লেখ ও ৫জন অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে গোপালপুর থানায় মামলা রুজু করা হয়েছে, একজন আসামি গ্রেফতার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে, ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর