শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:৪৫ অপরাহ্ন

ই-পেপার

চাটমোহরে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০, ১০:২৭ অপরাহ্ণ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:

পাবনার চাটমোহর উপজেলা আইন-শৃংখলা কমিটি এবং সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির যৌথ সভা ৪ মাস বিরতির পর জুলাই-২০২০ মাসের সভা ০৯ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: আব্দুল হামিদ মাস্টার। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সরকার মোহাম্মদ রায়হান।

 

জনপ্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ইসাহক আলী মানিক, পৌরসভার প্যানেল মেয়র মো: নাজিম উদ্দিন মিয়া, মথুরাপুর ইউপি চেয়ারম্যান সরদার আজিজুল হক, গুনাইগাছা ইউপি চেয়ারম্যান মো: নূরুল ইসলাম, ছাইকোলা ইউপি চেয়ারম্যান মো: নজরুল ইসলাম, পার্শ্বডাঙ্গা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো: আজাহার আলী, হান্ডিয়াল ইউপি চেয়ারম্যান কে. এম. জাকির হোসেন। প্রশাসনের পক্ষে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: আরমিলা আক্তার ঝুমি, থানা’র সেকেন্ড অফিসার এসআই মো: শরিফুল ইসলাম, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম (এমএস) মো: রেজাউল করিম খান।

 

স্থানীয় সুশীল সমাজের পক্ষে বক্তব্য দেন পাবনা বার কাউন্সিলের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ইতি হোসেন স্বপ্না, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, দৈনিক আমাদের বড়াল পত্রিকা সম্পাদক মো: হেলালুর রহমান জুয়েল, চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সভাপতি কে. এম. বেলাল হোসেন স্বপন, চাটমোহর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শেখ সালাহ উদ্দিন ফিরোজ প্রমূখ। একটি হত্যাকান্ড, কয়েক’টি চুরির ঘটনা ছাড়া চাটমোহর উপজেলায় সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। আলোচনায় করোনা ভাইরাস নিয়ন্ত্রণে স্থানীয় পশু হাট গুলোয় স্বেচ্ছাসেবক নিয়োগ, চলনবিল অধ্যুষিত বন্যা পরিস্থিতি মনিটরিং, ছাইকোলা স্বাস্থ্য উপকেন্দ্রের অব্যবস্থাপনা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ সাধারণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, করোনা উপসর্গ থাকা ব্যক্তিদের নমুনা সংগ্রহকালেই তাদের ‘হোম কোয়ারেন্টাইন’ নিশ্চিত করা।

 

এছাড়াও পৌর শহরকে যানজটমুক্ত রাখতে পরিবহণ নিয়ন্ত্রণ, ব্যবসায়ীদের ট্রাক লোড-আনলোডের পূর্ব নির্ধারিত সময় মেনে চলা, করোনা প্রতিরোধে বহিরাগত পরিবহণ শ্রমিকদের মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করা, আইন-শৃংখলা বিষয়ক সভার সিদ্ধান্ত বাস্তবায়নের প্রতি গুরুত্বারোপ করে আলোচনা ও কতিপয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় কমিটি গুলোর জনপ্রতিনিনিধি, প্রশাসন, সুশীল সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ের সদস্যগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com