শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১১:২৫ অপরাহ্ন

ই-পেপার

হরিপুরে স্বর্ণের দোকানে ব্যবসায়ীর বাড়ীতে চুরি

মো: জহুরুল ইসলাম জীবন, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
আপডেট সময়: বুধবার, ৩১ আগস্ট, ২০২২, ৬:৪৬ অপরাহ্ণ

 ঠাকুরগাঁওয়ের হরিপুরে এক স্বর্ণের দোকান ব্যবসায়ীর বাড়ীতে গতকাল রাতে এক চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার ১০ ভোরী স্বর্ণ ও নগদ ১লক্ষ ৫০ হাজার ৬শত টাকা নিয়ে গেছে বলে স্বর্ণ ব্যবসায়ী আব্দুল কাদের জানিয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার গভীর রাতে উপজলার চৌরঙ্গী রনহাট্রা গ্রামের স্বর্ণকার দোকান ব্যবসায়ী আব্দুল কাদের এর বাড়ীতে। ঘরের বেলকুনির গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে ঘরের কাঠের পুরাতন দরজা ভেঙ্গে ঘড়ে ঢুকে আলমারী খুলে ১০ ভোরী স্বর্ণ অলংকার যার অনুমান মূল্য ৮ লক্ষ ৬০ হাজার টাকা এবং নগদ ১ লক্ষ ৫০ হাজার ৬ শত টাকা চোরাকারবারিরা চুরি করে নিয়ে গেছে বলে তিনি জানান। ভোর রাতে তার স্ত্রী ঘুম থেকে জেগে উঠলে চোররা পালিয়ে যায়। ডাঙ্গীপাড়া ইউপি চেয়ারম্যান আহসান হাবিব চৌধুরী চুরির বিষয়টি নিশ্চিত করেছেন। হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন চুরির বিষয়টি শুনেছি সেখান থানার এসআই জাহাঙ্গীর গিয়েছিলো ।  অভিযাগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর