বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০২ পূর্বাহ্ন

ই-পেপার

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজ ছাত্রীর অনশন

আটঘরিয়া প্রতিনিধিঃ 
আপডেট সময়: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২, ৯:৩৯ অপরাহ্ণ

পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের ভরতপুর গ্রামে বিয়ের দাবিতে যুবকের বাড়িতে কলেজ ছাত্রীর অনশন শুরু করেছেন। ঘটনাটি ঘটেছে  মঙ্গলবার (৩০ আগস্ট)  সকালে ভরতপুর গ্রামে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে,  আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের ভরতপুর গ্রামের শহিদুল ইসলাম এর ছেলে সিয়াম হোসেন(২৮) এর সাথে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরভগিরাতপুর গ্রামের আব্দুল রহমানের মেয়ে শহীদ বুলবুল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছোহাদ্দো ছোয়ার(২৪) সাথে বছর খানেক ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে ছেলে সিয়াম কলেজ পড়ুয়া মেয়ের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়।
মেয়ে বারং বার ছেলে সিয়ামকে বিয়ের জন্য চাপ সৃস্টি করলে লম্পট  সিয়াম বিভিন্ন ভাবে নানান তালবাহানা শুরু করেন।  পরে মেয়ে ৩০ আগস্ট সকালে সিয়ামের বাড়িতে বিয়ের দাবি নিয়ে অবস্থান অনশন শুরু করেছেন।
এর আগে গত মাস দুয়েক আগে মেয়ে বিয়ের দাবিতে আমরন অনশন করলে স্থানীয় ইউপি সদস্য সহ এলাকার সুধিজন ১৫ দিনের সময় চেয়ে মেয়েকে তার পরিবারের হাতে তুলে দেন। পরে ওই সময়ের মধ্যে কোন সারা না পেয়ে গত ৩০ আগস্ট মেয়ে আবার বিয়ের দাবিতে প্রেমিক সিয়াম হোসেনের বাড়িতে অনশন শুরু করেছে। একনজর মেয়েকে দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে উৎসুক জনতা ভিড় করছে।
আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই।  তবে ফোর্স পাঠিয়ে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর