শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১১:২৫ অপরাহ্ন

ই-পেপার

গৌরনদীতে চোর চক্র বেপরোয়া

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২, ৬:০৭ অপরাহ্ণ

বরিশালের গৌরনদী উপজেলায় এক রাতে চারটি দোকান ও একটি শিক্ষা প্রতিষ্ঠানে দূর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। একের পর এক বেপরোয়া চুরির ঘটনায় ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে আতংক বিরাজ করছে।
উপজেলার মাহিলাড়া বাজারের শাহিন ইলেকট্রিক এন্ড হার্ডওয়ারের সিসিটিভির ফুটেজে দেখা গেছে, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে টিন কেটে দোকানে প্রবেশ করে এক চোর। পরবর্তীতে ওই দোকান থেকে নগদ ২১ হাজার টাকা, মূল্যবান মালামাল নিয়ে যায় চোরচক্র। একইভাবে শামিম ষ্টোর, সততা ষ্ট্রোর ও একটি গোডাউনে ঢুকে নগদ টাকা ও মালামাল নিয়ে গেছে সংক্সঘবন্ধ চোরেরা। একই রাতে উপজেলার গাউছিয়া আবেদীয়া আলিম মাদ্রাসার লাইব্রেরীর তালা ভেঙ্গে ছয়টি ল্যাপটপ ও নগদ টাকা চুরি করে নিয়ে যায় চোর চক্র। এছাড়াও গত কয়েকদিনের ব্যবধানে উপজেলার বড়দুলালী, রামসিদ্ধি বাজার, উত্তর চাঁদশী ও সাহাজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একটি করে ল্যাপটপ ও প্রজেক্টর চুরির ঘটনায় গৌরনদী মডেল থানায় পৃথক ভাবে সাধারণ ডায়েরী করা হয়েছে। চুরি বন্ধে আইন-শৃংখলা বাহিনীর সদস্যেদের নজরদারি বৃদ্ধির পাশাপাশি হাট-বাজারগুলোতে পাহারা জোরদারের দাবী জানিয়েছেন সাধারণ ব্যবসায়ীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর