দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফেরদৌস ওয়াহিদ এর নির্দেশনায়,থানা পুলিশের একটি অভিযানিক দল ১(এক)কেজি ২০০(দুইশত)গ্রাম মাদকদ্রব্য গাঁজা সহ ১ জনকে গ্রেফতার করেন। থানা সুত্রে জানা যায় (২৯ আগষ্ট) সোমবার বিকাল অনুমান ৩.৩০ ঘটিকার সময় নবাবগঞ্জ থানাধীন ৫ নং পুটিমারা ইউনিয়নের কয়রাপুর গ্রামস্থ মৃত কছির উদ্দিন ওরফে বুদা এর ছেলে ১।মোঃ শামীম হোসেন (৩৫) এর বাড়িতে অভিযান চালিয়ে তার বসত ঘর হতে ১(এক)কেজি ২০০(দুইশত)গ্রাম মাদকদ্রব্য গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়। নবাবগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর বিভূতিভূষণ ব্রতী রায় গ্রেপ্তারকৃত আসামী ও জব্দকৃত মালামাল সহ থানায় হাজির হলে তার অভিযোগের ভিত্তিতে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহোদয় নবাবগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) সারনির ১৯(ক) ধারায় মামলা রুজু করেন।