শনিবার (২৭ আগষ্ট) চলনবিলের তাড়াশ উপজেলার চলনবিল বার্তা পত্রিকার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও সস্পাদক মন্ডলীর সভাপতি প্রয়াত এম রহমত উল্লাহর স্মরণে দোয়া মাহফিল উপলক্ষে র্যালী, আলোচনাসভা উপজেলা পাবলিক লাইব্রেরীতে অনুষ্ঠিত হয় । চলনবিল বার্তা পত্রিকার সম্পাদক আব্দুর রাজ্জাক রাজুর সভাপতিত্বে দোয়া মাহফিল, র্যালী, আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান মনি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাউল করিম ।
সভায় বক্তব্য রাখেন নাটোর জেলা বারের সিনিয়র আইনজীবি , কবি ও মানবাধিকার কর্মী বীরমুক্তযোদ্ধা মোঃ আব্দুল ওয়াহাব, কবি, সাংবাদিক,অধ্যাপক জাকির আকন, সাংবাদিক,অধ্যাপক শফিউল হক বাবলু,অধ্যাপক সাব্বির আহমেদ, ইত্তেফাক প্রতিনিধি গোলাম মোস্তফা,কালের কন্ঠ প্রতিনিধি ও চলনবিল প্রেসক্লাবের সভাপতি মোঃ আলী আক্কাস,অধ্যাপক ফজলুর রহমান প্রমুখ । চলনবিল বার্তা পত্রিকার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার পুর্বে একটি র্যালী শহর প্রদক্ষিণ করে একটি কেক কাটা হয় । আলোচনা সভার শেষে সস্পাদক মন্ডলীর সভাপতি প্রয়াত এম রহমত উল্লাহর স্মরণে দোয়া মাহফিল অনুষষ্ঠিত হয়েছে ।