এম এস শবনম শাহীন:
কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটের এক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে জ্বর নিয়ে নিয়ে ভর্তির পর সোমবার তার করোনাভাইরাইস রিপোর্ট ‘পজিটিভি’ এসেছে বলে জানান এ শিল্পী। তিনি মঙ্গলবার রাতে জানান, তার শারীরিক অবস্থা আগের তুলনায় উন্নতি ঘটেছে। সবার কাছে তিনি দোয়া চেয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ১৯৮৯ সালে ‘কবিতার মতো চোখ যে তোমার’ শিরোনামে প্রথম অ্যালবাম প্রকাশ করেন সেলিম চৌধুরী।
মৌলভীবাজারের শমসেরনগরে সাংস্কৃতিক পরিবারে জন্ম নেওয়া সেলিম সংগীতের ক্যারিয়ারজুড়ে রাধারমণ দত্ত, হাসন রাজা, শাহ আবদুল করিমের গান গেয়ে শ্রোতাদের মাঝে পরিচিত পেয়েছেন। ১৯৯৪ সালের দিকে হুমায়ূন আহমেদে একটি নাটকে ‘আজ পাশা খেলব রে শ্যাম’ গান গেয়ে দর্শকদের মাঝে সাড়া ফেলেন তিনি। হুমায়ূন আহমেদের ‘দুই দুয়ারী’, ‘চন্দ্রকথা’, ‘শ্যামল ছায়া’ চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন তিনি। নাটকের মধ্যে ‘প্যাকেজ সংবাদ’ নাটকের ‘মারো চিকা মারো রে’ গানটিও বেশ জনপ্রিয়তা পেয়েছে। গান করেছেন ‘আজ রবিবার’ ও ‘নিমফুল’ নাটকেও।