বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৩ পূর্বাহ্ন

ই-পেপার

ভাঙ্গুড়ায় মহিলা আওয়ামীলীগকে কটুক্তি করায় মাদ্রাসা ছাত্র আটক

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২০ আগস্ট, ২০২২, ৩:৫২ অপরাহ্ণ

পাবনার ভাঙ্গুড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহিলা আওয়ামীলীগকে কটুক্তি করায় মো: সিয়াম সরকার (২০) নামের এক মাদ্রাসার ছাত্রকে আটক করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ। সিয়াম পাবনা জেলা জামায়াতের শুরা সদস্য মো: তাইবুর রহমানের ছেলে ও উপজেলার খানমরিচ ইউনিয়নের বৌদ্ধ মরিচ গ্রামের বাসিন্দা এবং সিরাজগঞ্জ জেলার তারাশ থানার নওগা ফাজিল মাদ্রাসার ছাত্র।

জানা যায়, ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উৎযাপন উপলক্ষে মহিলা আওয়ামীলীগের মিছিলের একটি ভিডিও Md abdul aziz নামের একটি ফেসবুক আইডিতে পাবলিষ্ট করেন। সেখানে MD Sizyam SarKar নামের একটি ফেসবুক আইডি থেকে কমেন্টে কুটুক্তি করে। ১৯ আগষ্ট উপজেলা মহিলা আওয়ামীলীগের সম্পাদিকা ও উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান আজিদা পারভিন পাখি ভাঙ্গুড়া উপজেলা আওয়ামীলীগকে অভিযোগ করে। এসময় ইউনিয়ন আওয়ামীলীগ ও ছাত্র লীগ তাকে আটক করে থানায় খবর দিলে রাত ১১ টার দিকে ভাঙ্গুড়া থানা পুলিশের এস আই মোস্তফা ঐ আইডির মালিক মো: সিয়াম সরকারকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র গোলাম হাসনাইন রাসেল বলেন, আওয়ামীলীগকে কুটুক্তি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

আটকের বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গুড়া থানার ওসি মুঃ ফয়সাল বিন আহসান বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান আছে।

 

 

#CBALO / আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর