কসমিক সুখ লাভে তুমি রক্ত ঝড়াও
রাতভর ঝমঝম বৃষ্টির স্বপ্ন দেখ
দিনভর বিরতিহীন পথচলা।
আদরে মসাদরে জমাও সম্বল
আশ্রয় করে নেও নিজের দম্ভ
তারপর……
ভুলে যাও…..
ভাবো!
সবই মিছা মায়া!
তোমার সময়ের মোমবাতি জ্বলছে….
সেকেন্ড, মিনিট, ঘণ্টা, দিন গুনতে গুনতে
ঘণ্টা বাজিয়ে ছুটি হবে তোমার।
বুকের মধ্যে তিড়িং তিড়িং জপ বন্ধ
হলেই তুমি হবে পত্রিকায় লাশের শিরোনাম।