তুমি চাইলে হাসবো আমি
খুজবো না কোনো নিড়।
তুমি চাইলে কাদবো আমি
কাদবো সারাদিন।
তুমি চাইলে সব ভুলে
আমি হয়ে যাব একা।
তুমি চাইলে কখনো আমি
দেব না তোমায় দেখা।
তুমি চাইলে স্বপ্নটাকে
আমি করব দেব বুকে।
তুমি ছাড়া আমি
পারব না থাকতে সুখে।
তুমি চাইলে চোখের জলে
আমি ভাসাবো শূন্য বুক।
তুমি চাইলে না দেখে তোমায়
তাতেই আমার সুখ।
তুমি চাইলে সুখ গুলোকে
আশি করে দেব বিদায়।
তুমি চাইলে একা একা
সাগর দেব পাড়ি।
তুমি চাইলে দুখের সাথে
বাধবো আমি বাড়ি।