সোমবার (১৫ আগস্ট) কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুছ ছালেক এর নেতৃত্বে কুলাউড়া থানার এসআই মোঃ এনামুল হক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার ১৩ নং কর্মধা ইউনিয়নের হায়দরগঞ্জ বাজার থেকে ৬০২ পিস ইয়াবা সহ মনু মিয়া (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক কারবারি দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসার সাথে জড়িত বলে জানা যায়। সে দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে কুলাউড়া সহ আশপাশের বিভিন্ন উপজেলার মাদকসেবীদের কাছে সরবরাহ করতো।
মাদক ব্যবসায়ী মনু মিয়ার গ্রেফতারের খবর এলাকায় জানাজানি হলে হায়দগঞ্জ বাজারের সাধারণ মানুষ আনন্দ মিছিল করে পুলিশকে ধন্যবাদ জানান।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুছ ছালেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কুলাউড়া থানা পুলিশের একটি চৌকস দল মনু মিয়া নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।