বিদ্রোহীঃ- ০১ ========== প্রভুর নামে শুরু কেরিলাম আমি প্রথম বিদ্রোহী পর্ব, অন্যায়ের বৈরি চলবে এ দ্রোহী কলম পথে পথে করে দিবো খর্ব।
বিদ্রোহীঃ-০২ ======== অশান্ত পৃথিবীতে মরুক্রান্ত দেহ নিয়ে যখন মানুষ হয় বিচলিত, বিদ্রোহী পর্ব ০২ ঘোষণা করলাম রক্ষা করিবো অবহেলিত।
বিদ্রোহীঃ-০৩ ========== অসহায় মায়ের অশ্রু দিয়ে ভিজে যখন মোর শরীর, সেই অশ্রু তেল হয়ে যায় জ্বলে উঠে পশম, হয়ে যাই বীর।
বিদ্রোহীঃ-০৪ =========== নহে সাম্যের গীতি বিচ্ছেদ ধর্ম, বিদ্রোহী ঘোষণা করায় মম কর্ম।
আছে যত মহাবীর অসত্যের স্রোত, তার বুকে এঁকে দিবো বিদ্রোহী ক্রোধ। বিদ্রোহী চরণে হয়েছি ক্রান্ত, তৃষ্ণনা না মিটিয়ে হবো না শান্ত।
পরবর্তী পর্বের অপেক্ষায় থাকুন, এভাবে পর্বটি ১০০ পর্যন্ত চলবে