নীড়হারা তীরবেধা পাখি
গভীর রাতে করে রোদন
কেউ জানেনা কষ্ট তাহার
কে করেছে তারে বোধন।
সুরহারা কোন বাশুরিয়া
তালহারা তার সুরের মায়ায়
দূর আকাশের তারার সাথে
পথ হারিয়ে আধার ছায়ায়।
শুকতারাটা ডাক দিয়ে কয়
দীঘল রাতি হয় যে দীঘল
বুকভরা তোর কান্না কিসের
নীড়হারা তীর বেধা বাউল।
বড় কঠিন এই পৃথিবী
প্রেমবুকে তুই কি যে খুঁজিস
কেউ বাসেনা ভালো তোরে
সেই কথাটি তুই কি বুঝিস?