হে প্রভু,আমার ক্বালবে ফুটাও কুসুমকলি
সুখে দুঃখে তোমায় যেন কভু নাহি ভুলি,
আমারই বুকে তোঁমারই আরশ
সাধনায় যেন ফুটাই পরশ।
জীবন বাগানে ফুটায়ে ফুল
সুভাসে ভরে দাও তুমি দু’কুল,
দুঃখের দিনে দিয়েছ মোরে সান্তনা
সুখের দিনে যেন তোমায় ভুলিনিা।
জালেম তোমারই ঘর করিতে ধুলিম্মাৎ
যখন খড়গ হস্তে গড়ে ছিল ফাঁদ,
সেদিন তুমি বন্ধু সেজে
জাগ্রত হয়ে মোরে করেছ উদ্ধার।
কবি পরিচিতিঃ
আঃহালিম চিশতী( বীর মুক্তিযোদ্ধা)
সাবেক কৃষি সম্প্রসারণ অফিসার।
মধুপুর,টাংগাইল।