মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে বরিশাল নদীবন্দর এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ রাব্বি খান (২৯) নামে এক বিক্রেতাকে আটক করা হয়েছে। এসময় অপর দুই যুবক পালিয়ে গেছে।
বৃহস্পতিবার বিকেলে তথ্যের সত্যতা নিশ্চিত করে মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) তানজিল আহমেদ জানান, গ্রেফতারকৃত রাব্বি নগরীর পদ্মাবতী রোড এলাকার শাহ আলম খানের ছেলে। পালিয়ে যাওয়া দুইজন হলেন-নগরীর রসুলপুর কলোনির বাসিন্দা রিফাত শাহ (২৮) ও আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকার মোঃ আমীন (২৫)।