পাবনার আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সোমবার বঙ্গমাতা ফজিলাতুননেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আটঘরিয়া পৌরসভা সম্মেলন কক্ষে আয়োজিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা ও আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান মো: তানভীর ইসলাম,
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল গফুর মিয়া, একদন্ত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান ইসমসাঈল হোসেন সরদার, চাঁদভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলাম, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম মুকুল,
উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আজিজুল গাফফার, সাধারণ সম্পাদক গোলাম মওলানা পান্নু, উপজেলা ছাত্র লীগের সভাপতি খাইরুল হাসান নাসিম, সাধারণ সম্পাদক মোস্তাফির রহমান মুরাদ
সহ আওয়ামী লীগ, মহিলা লীগ, যুবলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।