সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ায় ছেলের হামলায় বৃদ্ধা মা আহত, ছেলে-নাতী গ্রেফতার

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: রবিবার, ৭ আগস্ট, ২০২২, ৭:০৬ অপরাহ্ণ

বড় ছেলের উপর হামলা ঠেকাতে গিয়ে ছোট ছেলের হামলায় চাহেরণ বিবি (৮০) নামের এক বৃদ্ধা মা কে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় লিমা বেগম নামের সাত মাসের অন্তঃসত্বা গৃহবধুসহ আরও দুইজন আহত হয়েছে। ঘটনাটি বরিশালের আগৈলঝাড়া উপজেলার দত্তেরাবাদ গ্রামের। পুলিশ অভিযান চালিয়ে হামলাকারী ছেলে ও নাতীকে গ্রেফতার করেছে।

রবিবার সকালে ওই গ্রামের মৃত হাচেন আলী মোল্লার স্ত্রী বৃদ্ধা চাহেরন বিবি জানান, যৌথ জমিতে বাড়ির কবরস্থান বৃদ্ধি ও প্রবেশপথ তৈরির ঘটনাকে কেন্দ্র করে শনিবার দুপুরে কথাকাটাকাটির একপর্যায়ে তার (বৃদ্ধার) বড় ছেলে করিম মোল্লাকে মারধর করে ছোট ছেলে জব্বার মোল্লা ও নাতী সাকিব মোল্লা। এসময় বড় ছেলের উপর হামলা ঠেকাতে গেলে তাকেও মারধর করে আহত করা হয়। তিনি আরও জানান, গত পাঁচ বছর পূর্বে তার নামের জমি কৌশলে লিখে নিয়েছে ছোট ছেলে জব্বার মোল্লা। জমি লিখে নেওয়ার পর এখন আর তার কোন খোঁজখবর নিচ্ছেনা ছোট ছেলে জব্বার মোল্লা।

হাসপাতালে চিকিৎসাধীন আহত গৃহবধু লিমা বেগম জানান, বসতঘরে হামলা চালিয়ে শশুর করিম মোল্লাকে মারধর করে চাচা শশুর জব্বার মোল্লা ও তার ছেলে সাকিব মোল্লা। এসময় শশুরের উপর হামলা ঠেকাতে গেলে তাকে এবং শাশুরী রীনা বেগমকে পিটিয়ে আহত করা হয়।

আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, এ ঘটনায় বৃদ্ধার ছেলে করিম মোল্লা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে শনিবার রাতে জব্বার মোল্লা ও তার ছেলে সাকিব মোল্লাকে গ্রেফতার করেছে। সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর