আমি যখন ভাঙন দেখে হতবাক নিশ্চুপ
বিলীন হয়েছে জীবনের সব রংরুপ,
তুমি তখন কবিতায় দিয়েছ ডুব।
আমি যখন হারিয়েছি চেনা ছন্দ
গ্রাস করেছে বেড়াজাল আর দ্বন্দ্ব
তুমি তখন ফুরিয়েছ জীবনানন্দ।
আমি যখন ডুবেছি অন্ধকারে
ঘূর্ণিপাকে মরছি ঘুরে সাঁতরে,
তুমি তখন ভাসিয়েছ নাও সুখ সায়রে।
আমি যখন হারিয়েছি ঘুড়ি আকাশের বিশালতায়,
চাতকী দুচোখ দুর আকাশের গায়,
তুমি তখন নাটাই হাতে ঘুড়ি ফেরার প্রতীক্ষায়।
আমি যখন ভালোবেসে হয়েছি ক্লান্ত,
ছলনায় দিকহারা উদ্ভ্রান্ত,
তুমি তখন সবে শিখছ ভালোবাসার মন্ত্র।