নাটোরের নলডাঙ্গায় গাছের ডাল কাটাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে মারামারি ঘটনা ঘটেছে।
গতকাল শুক্রবার(০৫ আগস্ট) রাত্রী সাড়ে ০৮ ঘটিকায় নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রক্ষ্মপুর ইউনিয়নে সড়কুতিয়া গ্রামে কাঁঠাল গাছের ডাল কাটাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে মারামারির ঘটনা ঘটে। মারামারি হওয়ার এক পর্যায়ে ডাল কাটতে যাওয়া প্রতিবেশী সোহেল হোসেন(৩৫) পিতা-সাইদুল ইসলাম, গ্রাম-সড়কুতিয়া(ভাট পাড়া), কে অপর প্রতিবেশী শহিদুল ইসলাম ফকির(৪৫) পিতা- ইউনুস আলী, গ্রাম- সড়কুতিয়া(ভাট পাড়া), উপজেলাঃ নলডাঙ্গা,জেলাঃ নাটোরগণ গাছের ডাল কাটতে বাধা প্রদান করলে উল্লিখিত সোহেল ধারালো অস্ত্র দ্বারা তার পেটে আঘাত করলে তাৎক্ষণিকভাবে তার পেটের নাড়িভুঁড়ি বের হয়ে যায়।
ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নাটোর সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়, কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে, উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তার অবস্থা আশংকাজনক বলে জানা গিয়েছে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আকবর আলী ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, এই বিষয় থানায় একটি মামলা হয়েছে। আসামি ধরার জন্য প্রক্রিয়া চলছে।