বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৯ পূর্বাহ্ন

ই-পেপার

আটঘরিয়ার মেধাবী ছাত্রী শাওন এর স্বর্ণপদকে মনোনীত 

মাসুদ রানা, আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২, ৬:৩৪ অপরাহ্ণ

পাবনার আটঘরিয়া উপজেলার মেধাবী ছাত্রী তানজিলা আক্তার শাওন বিশ্ববিদ্যালয়ে নিজ বিভাগের মধ্যে সর্বোচ্চ নাম্বার পাওয়ায় স্বর্ণপদক পেতে মনোনীত হয়েছেন ।
 তিনি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ছাত্রী।
রবিবার বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইড থেকে এই  তথ্য জানাগেছে। পদক প্রদানের তারিখ পরবর্তীতে জানাযাবে।
জানাযায়, অনুষদের মধ্যে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত হওয়ায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রাপ্তি-২০২০ মনোনীত হয়েছেন তিনি। পদকটি প্রদান করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শাওন আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের নাগদহ গ্রামের মো. আজাদ হোসাইন ও আতিয়া বেগমের বড় মেয়ে।
শাওনের চাচা রিজানুর রহমান মেনন বলেন, শাওন তার ছোট চাচা মো. মহিবুর রহমান মিলন ও চাচী নিলুফার ইয়াসমিনের সার্বিক তত্ত্বাবধায়নে এই সফলতা অর্জন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর