নওগাঁর আত্রাইয়ে পিতার দায়ের করা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী পুত্র তুহিন (২৭) ও পুত্রবধূ মনিয়া আকতার (২০) কে পুলিশ গ্রেফতার করে বৃহস্পতিবার নওগাঁ জেল হাজতে প্রেরণ করেছে।
আত্রাই থানা পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের কারনে আত্রাই উপজেলার বিলগলিয়া গ্রামের সখিমুদ্দিন তার পুত্র ও পুত্রবধূর বিরুদ্ধে নওগাঁ আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর সি আর ১৭১/২২ । তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা থাকায় গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার সন্ধ্যায় আত্রাই থানা পুলিশ তাদেরকে বিলগলিয়া নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।