বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৩ পূর্বাহ্ন

ই-পেপার

পাবনা-২ আসনে নির্বাচনী গণসংযোগে নামলেন সাবেক সাংসদ আরজু

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৩ আগস্ট, ২০২২, ৪:২৮ অপরাহ্ণ

নির্বাচনী গণসংযোগে নামলেন পাবনা-২ (সুজানগর ও বেড়ার আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি খন্দকার আজিজুল হক আরজু।
বুধবার বেলা ১১ টায় ঢাকা থেকে নৌপথে ফেরী যোগে কাজীরহাট ফেরী ঘাটে আসলে বিপুল সংখ্যক নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানিয়ে স্বাগত জানান। ফেরী থেকে নামার পর কাজীরহাট ঘাটে তিনি নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেন।
পরে নেতাকর্মীরা মোটর সাইকেল বহর নিয়ে কাজীরহাট থেকে কাশিনাথপুর হয়ে নগরবাড়ী ঘাট হয়ে তার নিজ বাসভবন নাটিয়াবাড়ীস্থ অর্ঘ্য কনভেনশন সেন্টারে এসে এলাকার সুধীজনসহ রাজনৈতিক নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময়ে মিলিত হন।
মতবিনিময়কালে সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু বলেন, মানুষের কল্যাণে রাজনীতি করছি। মানুষের পাশে আছি এবং থাকবো। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে আমি মনোনয়নপত্র জমা দিবো। নির্বাচনকে সামনে নিয়ে এই শোকের মাসে জাতির জনককে স্মরণে রেখেই আমার নির্বাচনী গণসংযোগ শুরু করলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর