মো: স্বপন হোসেন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
পাকুন্দিয়া পৌরসদরে মাস্ক ব্যবহার না করায় ২৪ জনকে ৪ হাজার ৭ শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এ.কে.এম. লুৎফর রহমান আজাদ। আজ (মঙ্গলবার, ৭ জুন) পৌরসদর বাজার ও থানা মোড়ে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। মুখে মাস্ক ব্যবহার না করায় ২৪জনের জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বলেন, জনসাধারণের সচেতনতা না হওয়া পর্যন্ত প্রতিদিন প্রতিটি বাজারে এই অভিযান অব্যাহত থাকবে। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন পাকুন্দিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক আরিফ রব্বানি, পাকুন্দিয়া উপজেলা ভূমি অফিসের নাজির শাহ আলম প্রমুখ।