সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:২৩ পূর্বাহ্ন

ই-পেপার

ম্যানইউকে রোনালদোর অনুরোধ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ১১:৪৪ অপরাহ্ণ

ক্রিস্টিয়ানো রোনালদোকে কোনোভাবেই রাজি করাতে পারলেন না ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হাগ। চ্যাম্পিয়ন্স লিগ খেলার জন্য যে কোনোভাবেই হোক ম্যানইউ ছাড়তে চান তিনি। সে কারণে, আবারও ম্যানইউর কাছে আবেদন জানিয়েছেন তার সঙ্গে চুক্তিটা শেষ করে দেওয়ার জন্য। ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে রোনালদোকে রাখতে কম চেষ্টা করা হয়নি। আলোচনার পর আলোচনা। অনুরোধের পর অনুরোধ।

ইউরোস্পোর্ট ডটকম জানাচ্ছে, নতুন দল পেতে ম্যানইউকে তার সঙ্গে থাকা এক বছরের চুক্তি বাতিলের অনুরোধ জানিয়েছেন রোনালদো। দলবদলের বাজারে বেশ কিছু ইউরোপীয় গণমাধ্যমের গুঞ্জন, উচ্চ বেতন-ভাতার কারণে ৩৭ বছর বয়সী রোনালদোকে দলে ভেড়াতে চাইছে না অন্য ক্লাবগুলো। চুক্তি অনুযায়ী ম্যানইউতে বর্তমানে সপ্তাহপ্রতি ৩ লাখ ৬০ হাজার পাউন্ড বেতন পেয়ে থাকেন পর্তুগিজ তারকা। বাংলাদেশি মুদ্রায় যে অঙ্কটা ৪ কোটি ১৩ লাখ টাকার বেশি।

তা ছাড়া তার জন্য ৩০ মিলিয়ন ইউরো দলবদল ফি খরচ করার আগ্রহ নেই কোনো দলের। ফলে আর কোনো উপায় না পেয়েই এমন পরিকল্পনার পথে হাঁটছেন পর্তুগিজ তারকা। অন্তত ইউরোস্পোর্টস, স্পোর্টস বাইবেলসহ বেশ কিছু গণমাধ্যমের দাবি এমনই। আর তা হলে ফ্রি ট্রান্সফারে ওল্ড ট্রাফোর্ড থেকে তাকে দলে ভেড়াতে পারবে অন্য ক্লাবগুলো।

ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চান ক্রিস্টিয়ানো রোনালদো। সে বিষয়ে অবগত প্রায় সব ফুটবলপ্রেমী। কারণটাও সবার জানা, চ্যাম্পিয়ন্স লিগ খেলতে তিনি ছাড়ছেন ওল্ড ট্রাফোর্ড। গত মৌসুমে সেরা চারে থেকে লিগ শেষ করতে না পারায় ইউরোপের ক্লাব ফুটবলের শ্রেষ্ঠ প্রতিযোগিতায় খেলার যোগ্যতা হারিয়েছে ম্যানইউ।

এদিকে রোনালদোর বয়স আগামী ফেব্রুয়ারিতে পাড়ি দেবে ৩৮ বছরে। ক্যারিয়ারের সায়াহ্নে এসে তাই ক্লাব ফুটবলের শ্রেষ্ঠ প্রতিযোগিতায় তিনি অংশ নিতে পারবেন না౼সেটা মানতে পারছেন না। নিজের প্রতিনিধিকে জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতা অর্জন করেছে এমন ক্লাবের সঙ্গে যোগাযোগ করতে। তার প্রতিনিধি জর্জ মেন্ডেস নির্দেশনা পেয়ে চেলসি, বায়ার্ন মিউনিখ, পিএসজি, ইন্টার মিলান, এসি মিলানসহ একাধিক ক্লাবের সঙ্গে আলোচনা করেছেন।

কিন্তু তার উচ্চ বেতন কাঠামোর কারণে অধিকাংশ ক্লাবই তাকে ‘না’ করে দিয়েছে। অন্যদিকে ম্যানইউ তার ইচ্ছাপূরণে ভিন্ন এক প্রস্তাব দিয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য মিরর জানাচ্ছে, ম্যানচেস্টার ইউনাইটেড চাইছে রোনালদোর সঙ্গে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়ে ২০২৪ পর্যন্ত নিয়ে যেতে। আর এ শর্তে যদি পর্তুগিজ তারকা রাজি হন, তাহলে এ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলার জন্য নিজের পছন্দের ক্লাবে লোনে যেতে পারবেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর