সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:২২ অপরাহ্ন

ই-পেপার

শীর্ষ ইয়াবা ব্যবসায়ী রোহিঙ্গা জিয়ার সহযোগী গ্রেফতার

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ৪:১৭ অপরাহ্ণ

টেকনাফের শীর্ষ ইয়াবা ব্যবসায়ী রোহিঙ্গা জিয়ার অন্যতম সহযোগী আলামিন ঘরামী (৩২) ও তার অপর এক সহযোগীকে গ্রেফতার করেছে জেলার গৌরনদী মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃত আলামিন গৌরনদীর কটকস্থল গ্রামের মৃত জয়নাল আবেদীন ঘরামীর ছেলে। তার অপর সহযোগী ইমরান একই গ্রামের ইসমাইল ঘরামীর ছেলে। এরমধ্যে গ্রেফতারকৃত আলামিন কক্সবাজার টেকনাফের শীর্ষ ইয়াবা ব্যবসায়ী রোহিঙ্গা জিয়ার অন্যতম সহযোগী। গ্রেফতারের পর আলামিনের ব্যবহৃত মোবাইল ফোনে রোহিঙ্গা জিয়ার সাথে কপোথকথনের একাধিক প্রমান পেয়েছে পুলিশ। এরআগেও টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ আলামিন গ্রেফতার হয়েছিলো।

বৃহস্পতিবার সকালে গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, মাদক বিক্রয়ের খবর পেয়ে থানা পুলিশ বুধবার সন্ধ্যায় কটকস্থল এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় আলামিন ঘরামী ও ইমরান ঘরামীকে দুইশ’ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর