‘নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে বিষয়কে বুকে ধারন করে পাবনার আটঘরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ/২০২২ইং উপলক্ষে আটঘরিয়ার সাংবাদিকগণের সাথে এক মতবিনিমিয় সভা করেছেন আটঘরিয়া উপজেলা মৎস্য কর্শখর্তা মো: শরিফুল ইসলাম।
শনিবার (২৩ জুলাই) সকাল এগারোটার সময় উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মৎস্য কর্মকর্তার অফিস কক্ষে অনুষ্ঠিত সাংবাদিকগণের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো: শরিফুল ইসলাম।
এসময় সাংবাদিগণের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আটঘরিয়া সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া, আটঘরিয়া প্রেসক্লাবের সভাপতি খাইরুল ইসলাম, আটঘরিয়া প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মাসুদ রানা, উপজেলা উপজেলা দীর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ ইয়াছিন, পারখিদিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফতাব হোসেন, সাংবাদিক নুরুল ইসলাম খান, শফিউল্লাহ শফি, মিঠন, মোফাজ্জল হোসেন, আমজাদ হোসেন প্রমূখ।
এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল জানান, ২৩ জুলাই মাইকিং এর মাধ্যমে ব্যাপক প্রচারনা, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন/মতবিনিময়, ২৪ জুলাই সড়ক র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ উদ্বোধন অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণ, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা ও প্রামান্যচিত্র প্রদর্শন, ২৫ জুলাই প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষি ও মৎস্য জীবিদের সাথে মতবিনিময়, ২৬ জুলাই অবৈধ জালের বিরুদ্ধ মোবাইল কোট/ অভিযান্ পরিচালনা, ২৭ জুলাই মৎস্য চাষিদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান ও পুকুরের পানি পরীক্ষা, ২৮ জুলাই সুফলভোগীদের বিভিন্ন উপকরণ বিতরণ, জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ইং মুল্যায়ন ও সমাপলী অনুষ্ঠিত হবে।