চলনবিলের আলো বার্তাকক্ষ:
পাবনার চাটমোহরের মেধাবী কলেজছাত্র হাবিব হত্যা কান্ডের কোন আসামী ২৬ দিনেও গ্রেফতার হয়নি। এ কারণে পুলিশের ভূমিকা নিয়ে এলাকায় জনমনে চরম ক্ষোভ বিরাজ করছে। পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে গত ১৪ জুন সন্ধ্যায় চাটমোহর উপজেলার হান্ডিয়াল বালিকা বিদ্যালয় এলাকায় কলেজছাত্র হাবিবকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে ঐ এলাকার কয়েকটি প্রভাবশালী কোটিপতি পরিবারের একদল বখাটে।
এ ঘটনায় পরের দিন দুপুরে কলেজছাত্র হাবিবের পিতা চাটমোহর উপজেলার হান্ডিয়াল গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক বাদী হয়ে চাটমোহর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ১১ তারিখ ১৫/০৬/২০২০ ইং। ধারা ১৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৩০২/১১৪। মামলায় হান্ডিয়াল এলাকার বখাটে কাজল,রনি,রাসেল,রাকিবুল,আসিফ,আব্দল্লাহ,সাহেদ,ইমরান,শামিম,হামজালাল ও নাহিদসহ অজ্ঞাত আরো ১০/১২ জনকে আসামী করা হয়। হাবিব চাটমোহর সরকারি ডিগ্রী কলেজের মেধাবী ছাত্র ছিলো।
ইতিপূর্বে ঐ বখাটে চক্র এলাকায় অনেক বড় বড় অঘটন ঘটিয়েছে। তাঁরা প্রভাবশালী ও কোটিপতি পরিবারের সদস্য হওয়ার কারণে তাদের বিরুদ্ধে এতো দিন কেউ মূখ খুলে সাহস পায়নি। কয়েক দিন পূর্বে কলেজছাত্র হাবিব হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসী হান্ডিয়াল বাজারে মানব বন্ধনও করেছে। কিন্তু তাতেও কোন কাজ হচ্ছে না। বাদীর পরিবার এবং মামলা ও এলাকাবাসী সূত্রে এ সকল তথ্য জানা গেছে।