সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

ই-পেপার

শার্শায় ঘেরে বিষ দিয়ে ১২ লক্ষ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ

বেনাপোল প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২২ জুলাই, ২০২২, ৯:২৮ অপরাহ্ণ

যশোরের শার্শায় পূর্ব শত্রুতার জের ধরে আহম্মদ আলী গাজি নামের এক মাছ চাষির ঘেরে বিষ দিয়ে মাছ নিধন করেছে এলাকার চিহ্ন দূর্বৃত্তরা। এতে কৃষক আহম্মদ আলীর ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে শার্শা উপজেলার পানবুড়িয়া গ্রামে। 
 
শুক্রবার বিকালে কৃষক আহম্মদ আলী বলেন, আমি থানায় হাজির হয়ে একটি অভিযোগ দায়ের করেছি। 
 
জানাগেছে, যশোরের শার্শা উপজেলার পানবুড়িয়া গ্রামের মৃত মান্দার গাজির ছেলে আহম্মদ আলী গাজি দীর্ঘ দিন যাবৎ মাছ চাষ করে আসছে। সম্প্রতি একই গ্রামের বজলুর রহমানের ছেলে জাকির হোসেনের সাথে তার বিবাদ সৃষ্টি হয়। এসময় জাকির আহম্মদকে হুমকি দিয়ে বলেন ২/১ দিনের মধ্যে তোর ঘেরের সব মাছ মেরে দেব। এরই জের ধরে বুধবার দিবাগত রাতে জাকির হোসেনের নেতৃত্ব একই গ্রামের হযরত আলীর ছেলে বিল্লাল হোসেন ও ওহাবের ছেলে শরিফুল ইসলাম শরীফ সহ ৫/৬ জন দূর্বৃত্ত আহম্মদ আলীর ঘেরে বিষ ট্যাবলেট দিয়ে ঘেরের সবদয় মাছ মেরে ফেলে। এর আগেই জাকির একাধিক বার আহম্মদের ঘেরে বিষ দিয়ে মাছ নিধন করেছে। সে প্রভাবশালী হওয়ায় আহম্মদের সমাজ প্রতিদের দ্বারেদ্বারে ঘুরেও কোন কাজ হয়নি।
 
শার্শা থানার অফিসার ইনচার্জ মো. মামুন খান বলেন, এবিষয়ে থানায় একটি অভিযোগ পেয়েছি। সঠিক তদন্ত পূর্বক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর