যশোরের অভয়নগর উপজেলায় ব্যাটারী চালিত ইজিবাইক ও ভ্যানের জন্য বিদ্যুৎ ঘাটতি হয়। উপজেলার সব স্থানেই ব্যাটারী চালিত ইজিবাইক ও অটো ভ্যান রিকসায় সয়লাব। এসব অবৈধ ইজিবাইক ভ্যানের অধিকাংশ অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে সারারাত ব্যাটারী চার্জ দিয়ে বিদ্যুৎ ঘাটতিতে ফেলতে বড় ভূমিকা পালন করছে। এসব ইজিবাইক ও ভ্যানের ব্যাটারীতে অনেক বেশি পরিমান বিদ্যুৎ ব্যবহার হয়, যা কর্তৃপক্ষের নজরে আসেনা। এরা কেউ বৈধ ভাবে বিদ্যুৎ ব্যবহার করে আবার অধিকাংশ ব্যাটারী চালিত যানবাহনে অবৈধ পন্থায় বিদ্যুৎ সংযোগ দিয়ে উপজেলার বড় একটি অংশে বিদ্যুৎ ঘাটতি ফেলছে। যে কারনে গ্রাম অঞ্চলের মানুষের লোডশেডিং এর কবলে পড়ে অন্ধকারে থাকতে হয়। শুধু গ্রাম নয়, এখন শহরে অধিকাংশ সময় লোডশেডিং এ বিদ্যুৎ বন্ধ রেখে বিদ্যুৎ ঘাটতি পুরনে কর্তৃপক্ষ ব্যস্ত। কিন্তু বৈধ ও অবৈধ পন্থায় ইজিবাইক ও ভ্যানে বড় একটা অংশে বিদ্যুৎ ব্যবহার করে ঘাটতিতে ফেলছে। এটা কর্তৃপক্ষের নজরে আসেনা বা তাদের কোন নিয়মনীতি করে দিতে বিদ্যুৎ বিভাগ কর্তৃপক্ষের কোন পদক্ষেপ চোখে পড়েনা। একদিকে ঐ সব ব্যাটারী চালিত যানবাহনের কারণে বিদ্যুৎ হচ্ছে ঘাটতি অন্য দিকে সরকার হারাচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব। সচেতন মহল মনে করে জরুরি ভাবে এই সব অবৈধ পন্থায় বিদ্যুৎ ব্যবহারকারীদের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ গ্রহন করে উপজেলার লাখ লাখ মানুষকে লোডশেডিং এর হাত থেকে বাঁচাতে কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ গ্রহন করা উচিৎ।