পাবনার আটঘরিয়া উপজেলাসহ সারা দেশে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা কর্তৃক গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান( তৃতীয় পর্যায়-২ য় ধাপে) ভিডিও কনফারেন্স এর মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষনা করেছেন।
বৃহষ্পতিবার (২১জুলাই ২০২২) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটঘরিয়া ইউএনও মাকসুদা আক্তার মাসু।
এসময় উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলার চেয়ারম্যান তানভীর ইসলাম, সহকারী কমিশনার ভুমি আরিফুজ্জামান, আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু হামিদ মোহাম্মদ মোহাঈম্মিনুল হোসেন চঞ্চল, চাঁদভা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ সাইফুল ইসলাম কামাল, একদন্ত ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল, মাজপাড়া ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ,
উপজেলা যুব উন্নয়ন কর্মর্তা রাজু আহমেদ, কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ, মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা ইসমত জেরিন, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মতিউর রহমান,
সহ উপজেলা পরিষদের কর্মকর্তা, সাংবাদিক, উপকার ভোগী ও সুধীজন।
অনুষ্ঠান শেষে চাঁদভা ইউনিয়নের বয়রা গ্রামে ভুমিহীনদের মাঝে ঘরের চাবি ও খাদ্য সমগ্রী
হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকসুদা আক্তার মাসু।