সারাদেশের ন্যায় পাবনার ভাঙ্গুড়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২৬,২২৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্বে করেন, ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদ হাসান খাঁন।
বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ৯ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে পৌরসভার ২নং ওয়ার্ডে মেন্দা মহল্লায় ১৫ টি জমি সহ গৃহ হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বাকিবিল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গোলাম হাসনাইন রাসেল, উপজেলা সহকারীর কমিশনার (ভূমি) বিপাশা হোসাইন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম হাফিজ রন্জু, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আজিদা পারভীন পাখি, ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক টুকন, খানমরিচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনোয়ার হোসেন মিঠু, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক মোঃ গিয়াস উদ্দিন, উপজেলা পর্যারের সকল সরকারি কর্মকর্তা, ভূমিহীন পরিবারসহ সাংবাদিকবৃন্দ।
#CBALO / আপন ইসলাম