ছোট্ট শব্দ বধু
ভাংগা গড়ার মুল
কেউ বা গড়ে স্বস্তির নীড়
কেউ বা ফোটায় হুল ।
আসে বধু স্বামীর ঘরে
ছেড়ে পিতার কুল
স্বামীর জীবন ধন্য করে
ফোটায় শান্তির ফুল।
রক্তের বাঁধন আলগা করে
আসে শ্বশুর বাড়ি
শত কষ্ট নেয় মানিয়ে
নিজেকে ভেবে নারী ।
নারী বাসনা অন্তরে তার
হবে একদিন মা
স্বামীর চরণে বিসর্জন দেয়
নিজের সত্ত্বা ।
স্বামীর ঘরে জ্বালাতে প্রদীপ
ব্যস্ত সারাক্ষণ,
বধুর পুণ্যেই ধন্য হয়
অনেক স্বামীর জীবন।